বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক
admin
অক্টোবর ১৬, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শিবলী সাদিকের বিরুদ্ধে আয়ের উৎস বহির্ভূত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আলম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৬৫ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগদখল করেছেন।

অনুসন্ধানকালে দুদক জানায়, আসামির নামে দিনাজপুরের নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জে একটি ৬ তলা ভবন, ঢাকার ধানমন্ডিতে ২,০২০ বর্গফুটের একটি ফ্ল্যাট, কক্সবাজারে দুটি ফ্ল্যাট, স্বপ্নপুরী বিনোদন পার্কের ৫০ শতাংশ মালিকানা, এবং দিনাজপুর জেলার নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর থানার বিভিন্ন মৌজায় মোট ৪৫.৫২ একর জমিসহ অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৯ কোটি ১৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা বলে প্রমাণ পাওয়া গেছে।

এজাহারে আরও বলা হয়েছে, তার মোট দায়-দেনা প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা বাদ দিলে নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা।

অনুসন্ধানে দেখা যায়, বৈধ উৎস থেকে তার আয় ১০ কোটি ৮০ লাখ ২ হাজার ৭০৮ টাকা, পারিবারিক ও অন্যান্য ব্যয় ২ কোটি ৮২ লাখ ১৪ হাজার ০৩৭ টাকা। অর্থাৎ মোট ১৮ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩৪১ টাকার ব্যয়ের বিপরীতে প্রায় ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৬৫ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। ফলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - আর্ন্তজাতিক