বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুর-দশমাইল হাইওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত-০১

প্রতিবেদক
admin
অক্টোবর ১৬, ২০২৫ ৭:৪৮ পূর্বাহ্ণ

সজিব সিদ্দীকি/ মো: আকরুজ্জামান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর টু দশমাইল হাইওয়ে রোডে, পল্লী বিদ্যুত ফ্রেন্ড অটো রাইস মিলের সামনে সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক দূর্ঘটনা স্থল থেকে হাসপাতাল নেয়ার পথে মৃত্যুবরণ করেছেন এবং ইজিবাইকের ৬ জন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর ইসলামী হাসপাতালে চিকিৎসা শেষে রোগী দেখে দিনাজপুর-বীরগঞ্জ অভিমুখে ফেরার পথে যাত্রীরা একটি চার্জার অটোরিকশায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আমভর্তি একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে যান, ফলে তিনি ভুল পাশে চলে যান ও ইজিবাইকের সাথে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। আহতরা সবাই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের চেহারা বিকৃত আকার ধারণ করায় তাকে চেনা যাচ্ছে না। মৃত ব্যক্তিটির নাম ঠিকানা এখনো সনাক্ত করা যায়নি। দিনাজপুর কোতয়ালী থানার ইনচার্জ জানান, সড়ক দুঘর্টনায় একজনের লাশ পাওয়া গেছে তবে তার নাম ঠিকানা এখন পর্যন্ত পাইনি।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত