শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লি: এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
অক্টোবর ১৮, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

মো: শাহ আলম জিমি (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৮ অক্টোবর ২০২৫ শনিবার দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড (গভঃ রেজিঃ নং -০২৩)এর ত্রি- নির্বাচন সম্পন্ন হয়েছে। বাহাদুর বাজার সদর দিনাজপুরে ফল ব্যবসায়ী অফিস কার্যালয়ে এ নির্বাচনে সভাপতি ও সহ সভাপতি এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিনটি পদে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে আনারস প্রতিক নিয়ে মোঃ রাজু ১৩৯ ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতিকে মোঃ মঈন পেয়েছেন ১০৯ ভোট। সহ-সভাপতি পদে গরুর গাড়ী প্রতিক নিয়ে মোঃ আব্দুল কাদের ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকে মোঃ রিপন পেয়েছেন ৬০ ভোট। দপ্তর সম্পাদক পদে মাছ প্রতিক নিয়ে ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ বাবুল হোসেন ব্যাপারী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতিকে মোঃ মাহবুবর রহমান পেয়েছেন ৬১ ভোট।

সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২৫৯ জন। অপরদিকে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অপর ছয়টি পদে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাবৃন্দ তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেন। তারা হলেন সাধারণ সম্পাদক মোঃ নাসিম খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রানা, ক্যাশিয়ার পদে মোঃ আমিরুল ইসলাম, কার্যকরী সদস্য পদে মোঃ দুলাল, মোঃ মান্নু ও মোঃ মোস্তফা আলী।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম। সদস্য হিসাবে ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ মোতাহার হোসেন সরদার এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সাধুরাম রবিদাস।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত