রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

নভেম্বরে ওমরা শেষে দেশে ফিরবেন তারেক, নিরাপত্তা পরিকল্পনা জোরদার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৬, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দীর্ঘ সময় দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তবে নতুন তথ্য অনুযায়ী, তিনি নভেম্বরের ২০–২১ তারিখের দিকে সৌদি আরব গিয়ে পবিত্র ওমরা পালন করবেন। ওমরা শেষ করে তিনি লন্ডনে ফিরে আসবেন এবং সেখান থেকে দেশে ফেরার প্রস্তুতি নেবেন। দেশে ফেরার সম্ভাব্য সময় হিসেবে নভেম্বরের শেষ দিক বা ডিসেম্বরের শুরু ধরা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে ফেরার পর তারেক রহমান রাজধানীর গুলশান-২ অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন। বিএনপি ওই বাড়ির সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ওই বাড়ি ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে বরাদ্দ করা হয়েছিল। এবার তারেক রহমান ঐ ঐতিহাসিক ঠিকানায় বসবাসের প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম জানিয়েছেন, গুলশানের ওই বাসায় পূর্ণাঙ্গ সংস্কার চলছে। বিদেশ থেকে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম আনা হচ্ছে এবং জাপান থেকে বুলেটপ্রুফ গাড়ি শিগগিরই পৌঁছাবে। এর আগে দু’টি বুলেটপ্রুফ গাড়ি এবং অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। গাড়ির অনুমতি পাওয়া গেছে, তবে অস্ত্রের লাইসেন্স এখনও হাতে আসেনি।

তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। ২০০৮ সালে চিকিৎসার জন্য দেশ ছাড়ার পর থেকে তিনি সেখানে বসবাস করছেন।

এর আগে, বিএনপি নেতারা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সম্ভাব্য সময় হিসেবে আমরা ২৩ নভেম্বর ধরে প্রস্তুতি নিচ্ছি। সরকারের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ও অন্যান্য বিষয় সাজানো হচ্ছে। তবে নির্দিষ্ট সময় পরিবর্তিত হতে পারে। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনি প্রচারে ব্যবহার করা যাবে না পোস্টার: আচরণবিধির খসড়া চূড়ান্ত

রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় সাংবাদিক আটক

একাদশে ভর্তির শেষ ধাপে আবেদন শুরু, সময় দু’দিন

‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’

বিএফইউজে’র নির্বাহী পরিষদ সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর অনুমোদন

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আরেকজন সংকটাপন্ন

খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক

মুজিবনগর মাদক বিরোধী আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও কলম বিতরণ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত: আবিদ

প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য বরাদ্দ ছিল ১০ হাজার টাকা, পুরোটাই লুটপাট