মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিরামপুর উপজেলা শহরের চাঁদপুরে শনিবার (২২ নভেম্বর) দারুস সালাম সালাফিয়া মাদ্রাসার ৯ জন হাফেজ ছাত্রকে সম্মানী পাগড়ী প্রদান ও অভিভাবক সমাবেশ করা হয়েছে।
সকাল ১০টায় মাদ্রাসার সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, হাদিস ফাউন্ডেশন বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, প্রধান আলোচক মাসিক আত-তাহরীকের সম্পাদক ড. মুহাম্মদ সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি ছিলেন, আহলে হাদীস বাংলাদেশের ঢাকা জেলা সাধারণ সম্পাদক মাও: তাসলিম সরকার, আহলে হাদীস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শায়েখ শরিফুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইঞ্জিয়ার মুহাম্মাদ আব্দুন নূর, মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের বিন আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অহেদুল ইসলাম অদু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, হিসাব ব্যবস্থাপক আব্দুস সবুর, শিক্ষক আব্দুল রাকিব প্রমূখ।



















