শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

জন্মের ১৮ দিনেই ফুটপাত থেকে ৪ তলায়!

প্রতিবেদক
admin
নভেম্বর ২৮, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ

মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিরামপুর রেলস্টেশনে জন্ম নেওয়া অবিভাবকহীন এক কন্যা সন্তানের ভাগ্যের দুয়ার খুলেছে। জন্মের মাত্র ১৮ দিনের মাথায় ফুটপাত থেকে তার ঠাঁই হয়েছে বিত্তশালী পরিবারের চারতলায়। সাথে মিলেছে ১০ লক্ষাধিক টাকার জমি।
জানা গেছে, বিরামপুর রেল স্টেশনে গত ১০ নভেম্বর দিবাগত গভীর রাতে মানসিক ভারসাম্যহীন এক নারী একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করে। স্থানীয় নারীরা ঐ শিশুকে নিজের তত্বাবধানে নেন এবং প্রসূতি নারীকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিন্তু পরদিন ঐ নারী হাসপাতাল থেকে পালিয়ে যায়। নিরুপায় হয়ে স্টেশন এলাকার আমেনা বেগম শিশুটিকে হেফাজতে রাখেন। কিন্তু নবজাতকের স্থায়ী প্রতিপালন নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা।
বিরামপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব আব্দুল আউয়াল জানান, অভিভাবকহীন শিশুটিকে প্রতিপালনের জন্য ৫টি পরিবার আমাদের নিকট আবেদন করে। আবেদনকারীদের স্বচ্ছলতা ও সামাজিক গ্রহণযোগ্যতা বিবেচনা করে একটি পরিবারকে নির্বাচিত করা হয়। বিরামপুর কলেজপাড়া  হোসেনপুর) মহল্লার নির্বাচিত পরিবারের প্রধান অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল হোসেন ও তার স্ত্রী ছাবিনা আকতার লীজা নবজাতকের নামে ১০ লাখ টাকা মূল্যমানের ২২ শতক জমি রেজিষ্ট্রি করে দিয়ে এবং শিশুর নামে টাকা ডিপোজিটের অঙ্গিকার করে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শিশুকে নিজের কোলে তুলে নেন। শিশুকে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে তুলে দেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
  বহু আকাঙ্খিত একটি কন্যা সন্তান পেয়ে আনন্দে আপ্লুত সাবেক সেনা সদস্য ইকবাল হোসেন ও তার স্ত্রী ছাবিনা আকতার লীজা বলেন, আমাদের দুটি পুত্র সন্তান রয়েছে। আমাদের একটি কন্যা সন্তানের প্রত্যাশা ছিল। আল্লাহ তা‘য়ালা আমাদের সেই আশা পূরণ করে দিয়েছেন। আমরা তাকে বুকে আগলে নিয়ে আমাদের চার তালায় তুলেছি। তার নাম রাখা হয়েছে ফাতেমা জান্নাত তুবা, তার প্রতিপালনে আমরা সর্বাত্মক চেষ্ঠা করবো।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত