শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া প্রার্থনা

প্রতিবেদক
admin
নভেম্বর ২৮, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) প্রেস উইং থেকে একথা জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

RR
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে জটিলতা ধরা পড়ে। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী খালেদা জিয়ার ‍সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়। নয়াপল্টনে দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়। তিনি দেশবাসীর কাছে দলীয় প্রধানের জন্য দোয়া কামনা করেন।

প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তবে লন্ডন ক্লিনিকে ঝুঁকির কথা চিন্তা করে লিভার প্রতিস্থাপন করেননি চিকিৎসকরা।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে, নদীপাড়ে বন্যা আতঙ্ক

সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়: সরকারকে জামায়াত

পাবনায় দাঁড়িপাল্লার প্রচারে হামলা-গুলি, প্রার্থীসহ আহত অর্ধশতাধিক

জুলাই শহীদের তালিকা থেকে ৮ জনের নাম বাতিল করে গেজেট প্রকাশ

বিরামপুরে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

এ রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে: শিশির মনির

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৫ চুক্তি ও সমঝোতা সই

নিম্নচাপটি দুর্বল হলেও এখনো উত্তাল বঙ্গোপসাগর

নারায়ণগঞ্জে সম্পাদককে প্রাননাশের হুমকি দিল মাদক ব্যবসায়ীরা : ৮ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫