(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আজ ১৪ ডিসেম্বর, সাভারবাসীর ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটোর বীরত্বপূর্ণ আত্মত্যাগের মধ্য দিয়ে হানাদারমুক্ত হয়েছিল ঢাকার সাভার ও আশুলিয়া জনপদ। বিজয়ের ঠিক আগমুহূর্তে ১৬ বছর বয়সী এই বীর কিশোরের রক্তে রঞ্জিত হয়েছিল সাভারের মাটি, যার ফলে পিছু হটতে বাধ্য হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
মুক্তিযুদ্ধের শেষলগ্নে উত্তরবঙ্গ ও টাঙ্গাইল থেকে পালিয়ে আসা পাকিস্তানি সেনারা ১৪ ডিসেম্বর সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবস্থান নিলে মুক্তিযোদ্ধারা শ্রীগঙ্গা কাঁঠালবাগানে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। শুরু হয় তীব্র সম্মুখযুদ্ধ। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে হানাদার বাহিনী পিছু হটতে থাকলে বিজয়ের উল্লাসে সহযোদ্ধাদের সতর্কবার্তা উপেক্ষা করে সামনে এগিয়ে যান অকুতোভয় কিশোর টিটো। ঠিক সেই মুহূর্তেই শত্রুর বুলেটে তিনি শহীদ হন। তার এই মহান আত্মত্যাগের মাধ্যমেই নিশ্চিত হয় সাভারের স্বাধীনতা।
মানিকগঞ্জের উত্তর শেওতা গ্রামের সন্তান ও দশম শ্রেণির ছাত্র টিটো ২ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপরীতে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন ডেইরি গেট এলাকায় সমাহিত করা হয়। দিবসটি উপলক্ষে আজ তার সমাধিসৌধ ‘টিটোর স্বাধীনতা’য় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বরের এই চূড়ান্ত লড়াই ছাড়াও সাভারের মধুরআঁটি ও বিরুলিয়ার রুস্তমপুরেও মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যার নেতৃত্বে ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ অন্য কমান্ডাররা। ১৫ ডিসেম্বর যৌথ বাহিনীর আক্রমণে শত্রুরা পুরোপুরি ঢাকার দিকে পালিয়ে গেলে সাভার সম্পূর্ণ নিরাপদ হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ ছাড়াও ‘সংশপ্তক’, ‘বিজয় যাত্রা’র মতো ভাস্কর্য এবং সড়ক ও স্থাপনার নামকরণ করা হয়েছে শহীদদের স্মরণে।



















