মাসুদ রানা, খানসামা (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আক্তারুজ্জামান মিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে খানসামা উপজেলা পরিষদে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকারের হাতে এ মনোনয়নপত্র হস্তান্তর করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা বিএনপির আহবায়ক মো. আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের আহবায়ক কেশব চন্দ্র রায় এবং মনেশ্বর ভূঁইয়া।
মনোনয়নপত্র দাখিলের পূর্বে উপজেলা চত্ত্বরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আলহাজ্ব আক্তারুজ্জামান মিয়া বলেন, আজকে সবার আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসছে। আগামী ১২ ফেব্রুয়ারি এদেশে নির্বাচন হবে। এ নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ প্রতিক জয়লাভ করে সংসদে যাবে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সবাই দোয়া করবেন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে যেন আগামী নির্বাচন পরিচালনা করতে পারেন।



















