স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামীর একজন ও বাংলাদেশ খেলাফত মজলিসের ২ জনসহ মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এই ছয়টি আসনে চুড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়বেন ৪০ জন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টায় দিনাজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম বিষয়টি দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন-দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী সুধীর চন্দ্র শীল, দিনাজপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী রেজাউল করিম, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল কাদের চৌধুরী এবং দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী আব্দুল হক।
মনোনয়ন প্রত্যাহার শেষে দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে প্রার্থীর চূড়ান্ত সংখ্যা দাঁড়িয়েছে- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ৬ জন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ৮ জন, দিনাজপুর-৩ (সদর) আসনে ৮ জন, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে ৪ জন, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে ৭ জন এবং দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট- হাকিমপুর) আসনে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।



















