মোঃ ইসমাইল হোসেন, (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দেশের উত্তরাঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করতে দিনাজপুরে শুরু হয়েছে তৃণমূল জিমন্যাস্টিকস প্রশিক্ষণ ক্যাম্প ২০২৬। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের (বিজিএফ) ব্যবস্থাপনায় জেলা জিমনেশিয়ামে আয়োজিত এই ক্যাম্পটি ঘিরে খুদে খেলোয়াড় ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান।
তৃণমূল পর্যায় থেকে দক্ষ জিমন্যাস্ট তুলে আনার লক্ষ্যে আয়োজিত এই নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিচ্ছে মোট ৭০ জন খুদে জিমন্যাস্ট। এর মধ্যে ৫০ জন বালক এবং ২০ জন বালিকা। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন চলবে এই প্রশিক্ষণ। ঢাকা থেকে আগত জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কোচ মোঃ আব্দুল্লাহ আল মাসুম প্রশিক্ষণার্থীদের নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন। তাকে সহযোগিতা করছেন স্থানীয় কোচ মোঃ আসাদুজ্জামান লিমন, মোঃ নজরুল ইসলাম, মোঃ আসলাম হোসেন এবং মহিলা কোচ আজমেরী সুলতানা।
এবারের ক্যাম্পের অন্যতম বিশেষত্ব হলো কোচদের ব্যতিক্রমী উদ্যোগ। প্রশিক্ষণ কেবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি আয়োজকরা। কোচরা ব্যক্তিগতভাবে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করেছেন। জিমন্যাস্টিকসের গুরুত্ব তুলে ধরে শিশুদের খেলাধুলামুখী করতে অভিভাবকদের উদ্বুদ্ধ করার ফলে এবার অংশগ্রহণকারীর সংখ্যা ও আগ্রহ দুই-ই বেড়েছে।
ক্যাম্পে অংশগ্রহণকারীদের প্রতিদিন সকাল ও বিকেলে দুই বেলা কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শরীরের ভারসাম্য ও নমনীয়তা নিশ্চিতকরণ, কৌশলগত দক্ষতা ও আধুনিক জিমন্যাস্টিকসের প্রাথমিক পাঠ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তৃণমূল ভিত্তিক এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু থাকলে দিনাজপুর থেকেই বেরিয়ে আসবে আগামীর জাতীয় দলের কাণ্ডারিরা। উপস্থিত ক্রীড়া সংগঠকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক পরিচর্যা পেলে আমাদের এই ছোট ছোট ছেলে-মেয়েরাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজ পতাকা উড়াবে এবং অলিম্পিক গেমসের মতো বড় আসরে পদক জয় করে আনবে।
বর্তমানে দিনাজপুর জিমনেশিয়ামে খুদে জিমন্যাস্টদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।



















