শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ফরিদপুরে মন্দিরে আগুনের ঘটনায় বিক্ষুব্ধদের হামলায় ২ ভাই নিহত

প্রতিবেদক
admin
এপ্রিল ১৯, ২০২৪ ৫:৪২ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলায় আশরাফুল ও আরশাদুল নামে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতে ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান তালুকদার। তিনি জানান, পঞ্চপল্লী মন্দিরে আগুনের ঘটনা ঘটে। এরপর স্থানীয় জনতা পাশের পঞ্চপল্লী স্কুলে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের ওপর হামলা চালায়। পুলিশ জানায়, গত রাতে পঞ্চপল্লী এলাকার একটি মন্দিরে আগুন লাগে। মন্দিরের পাশেই পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টয়লেট নির্মাণ কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। আগুনের ঘটনায় তাদের সন্দেহ করে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে নেয়া হলে মারা যান দুই ভাই আশরাফুল ও আরশাদুল। -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি