মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ২রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে সাবেক ডিএনসির গাড়িচালক নেশার টেবলেটসহ গ্রেফতার

প্রতিবেদক
admin
এপ্রিল ৩০, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ

মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে সাবেক ডিএনসির গাড়িচালক বিজিবির হাতে ১০ পিচ সহ গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা এ সময় লিটন সোর্স পালিয়ে যায়। ২৯ শে এপ্রিল সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় কুতোইড় এলাকায় এ ঘটনা ঘটে। দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের কুতোইড় বাজার সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয় এবং অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আইজুল ইসলাম দিনাজপুর শিকদার হাট হরিহরপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে ৩০এপ্রিল দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায় করেন। যাহার নাম্বার ৬৭ এবং জি আর নাম্বার ২৬৯।

মামলার এজাহার সুত্রে জানা যায় গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৫ টার সময় দিনাজপুর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের কুতোইড় বাজার সংলগ্ন পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দাইনুর ক্যাম্পের বিজিবি টহল দল সোর্সের দেয়া তথ্য মতে ওৎ পেতে থাকে। এবং বর্ণনা অনুযায়ী একটি মটরসাইকেল বিজিবি টহল দলের সদস্যরা মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে মটরসাইকেল থাকা দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি মটর সাইকেল ফেলে পালিয়ে যায় এ সময় বিজিবি আইজুল ইসলামকে আটক করে,এসময় তার পরিহিত নীল রংয়ের শার্টের বুক পকেট হতে ১০পিস এক পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং প্যান্টের ডান পকেট থেকে একটি মোবাইল এবং তার ব্যবহৃত একটি ১০০সিসি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। আসামি আইজুল ইসলামকে থানায় হস্তান্তর করে বিজিবি সদস্যরা এবং আসামিকে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি