(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে আবারও জটিলতা দেখা দিয়েছে। দেশের মাঠ থেকে টেস্টে বিদায় নিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন তিনি। সেখান থেকে তার ঢাকায় আসার কথা। কিন্তু দুবাইয়ে অবস্থান করার সময়ে তাকে এখনই ঢাকায় আসতে মানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাকিবের ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সাকিব-ঘনিষ্ঠ সূত্র। সূত্র বলছে, নিরাপত্তার বিষয়টি সামনে এনে সাকিবকে দুবাই থেকে ঢাকায় আসতে অপেক্ষা করতে বলা হয়েছে। এ ঘটনায় কাছের মানুষদের কাছে বেশ হতাশা প্রকাশ করেছেন সাকিব। আপাতত তার ফ্লাইট কাল বিকেলে বদল করা হয়েছে। সেই ফ্লাইট নিয়েও এখনই শতভাগ নিশ্চয়তা দেওয়ার সুযোগ কম। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গেছে।
এর আগে, জানা গিয়েছিল, সাকিব যে কদিন বাংলাদেশে থাকবেন, কড়া নিরাপত্তার বলয়েই তাকে থাকতে হবে। কমান্ডো নিরাপত্তা দেওয়ার কথা সাকিবকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে সাকিব ২৫ অক্টোবর ফিরে যাওয়ার কথা। উল্লেখ্য, সাকিবকে দলে রেখেই গতকাল মিরপুর টেস্টের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। -নিউজ ডেস্ক