বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সাফজয়ী নারী দলকে বড় অর্থ পুরস্কারের ঘোষণা বিসিবির

প্রতিবেদক
admin
অক্টোবর ৩১, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। ঐতিহাসিক এই অর্জনের পর তাদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের জন্য বিমানবন্দরে ছাদখোলা বাস প্রস্তুত থাকছে। তাতে চড়ে শহর প্রদক্ষিণ করবে পুরো দল। টানা দ্বিতীয়বারের মতো নারী ফুটবলারদের বড় অর্থ পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যেকার দ্বিতীয় ও শেষ টেস্ট দেখতে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি ফারুক  জানান, বোর্ডের সামর্থ্য বিবেচনা করে বোর্ডের অন্য পরিচালকদের সঙ্গে কথা বলে সাফজয়ী নারী ফুটবলারদের বড় অর্থ পুরস্কার দেয়ার চেষ্টা করবেন।

টানা দ্বিতীয়বার সাফ জয়ের আনন্দ সারা দেশের মানুষের সাথে ভাগাভাগি করে নেয়ার প্রস্তুতি সারা হয়েছে। আয়োজন করা হয়েছে ছাদখোলা বাসে সংবর্ধনার। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে রওনা করে বাফুফে ভবনে যাবেন বিজয়ীরা। নেপাল থেকে রওনা করার আগে টিম হোটেলে কেক কেটেছে বাংলাদেশ দল। একপাশে শিরোপা রেখে আরেকদিকে রাখা কেক কেটেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

এরপর দলের সবাই বাসে উঠে বিমানবন্দরের দিকে রওনা দেন। শিরোপা নিয়ে বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাবেন সাফজয়ীরা। সেখানে বিকেল ৫টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খেলোয়াড়দের সাথে দেখা করবেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস