সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

হাবিপ্রবির প্রথম প্রো-ভিসি হলেন প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার

প্রতিবেদক
admin
নভেম্বর ৪, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ

প্রেসরিলিজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রথম প্রো ভাইস- চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিপ্রবির এগ্রোনমি বিভাগের সিনিয়র শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। মহামান্য রাষ্ট্রপতি ও হাবিপ্রবি’র চ্যান্সেলর এর আদেশক্রমে ০৪ বছরের জন্য তাকে নিয়োগ প্রদান করা হয়। আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নবনিযুক্ত মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার নাটোর জেলার অর্জুনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আলী সিকদার, মাতার নাম মোছা. সুফিয়া খাতুন। রাজশাহী বোর্ড থেকে তিনি প্রথম শ্রেণীতে এসএসসি ও এইচএসসি ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে বিএসসি ইন এগ্রিকালচার ও এমএস ইন এগ্রোনমি ডিগ্রী অর্জন করেন। তিনি ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার জেজু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন এবং ডেনমার্কের ইউনিভার্সিটি অব আরহাস থেকে পোস্ট ডক সম্পন্ন করেন।

চাকুরীজীবনে তিনি ১৯৯৭ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন কৃষি কলেজ) লেকচারার হিসেবে যোগদান করেন এবং ১৯৯৯ সালে হাবিপ্রবির কৃষি অনুষদের এগ্রোনমি বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক, ২০১১ সালে প্রফেসর (গ্রেড-৩) এবং ২০১৬ ও ২০২৩ সালে যথাক্রমে প্রফেসর (গ্রেড-২ ও গ্রেড-১) পদে পদোন্নতি পান।

উল্লেখ্য, তিনি বিভিন্ন সময়ে বিভাগীয় চেয়ারম্যান, সহকারী হল সুপার ও শরীরচর্চা শিক্ষা শাখার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার তত্ত্বাবধানে ৬৮ জন ও সহ-তত্ত্বাবধানে ৩২ জন শিক্ষার্থী এমএস এবং ০৩ জন শিক্ষার্থী পিএইচডি ডিগ্রী অর্জন করেন। দেশী বিদেশী জার্ণালে তার ৪০ টি গবেষণা প্রকাশনা রয়েছে। এছাড়াও তিনি ডেনমার্ক, হংকং, জার্মানি, চীনসহ বিভিন্ন দেশে কনফারেন্স এবং ট্রেইনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত
ফাইল ছবি

টাকা-পয়সা মাথায় রেখে কখনো ক্যারিয়ার প্ল্যান করি না: ফারিণ

দিনাজপুরে স্বামীর গোপন অঙ্গ কেটে দিয়েছে স্ত্রী

দিনাজপুরে ইয়াবা সরবরাহ করতে এসে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

তিন ঘণ্টা বিক্ষোভ-সংঘর্ষ, অবশেষে কারাগারে চিন্ময়

রেলওয়ের স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান সরকারের

হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে বঙ্গভবনের ব্যাখ্যা

ভিআইপি এলাকার সড়কও পানির নিচে!

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

রায় প্রকাশ : ড. ইউনূসকে ৫০ কোটি টাকা কর জমা দিয়ে আপিল করতে হবে

সচিবালয়কে স্বৈরাচারের দোসরমুক্ত করা জরুরি: প্রশাসন ক্যাডারদের বিবৃতি