মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আদানির বকেয়া ১৭ কোটি ডলার এ মাসেই পরিশোধ করবে সরকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৫, ২০২৪ ১১:১৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আগামী ৭ নভেম্বরের মধ্যে ভারতের আদানি পাওয়ারকে ১৭ কোটি ডলার বকেয়া বিল পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে কোম্পানিটি। এর পরেই বাংলাদেশ সরকার আদানি পাওয়ারকে ৮০ কোটি ডলারের বেশি বকেয়া পরিশোধের প্রস্তুতি নিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুটি জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানি আদানি পাওয়ার বাংলাদেশে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তিবদ্ধ। তারা পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গড্ডা প্ল্যান্ট নির্মাণ করেছে, যা বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য তৈরি। তবে কয়লা আমদানি নিয়ে চ্যালেঞ্জের কারণে আদানি পাওয়ার বকেয়া পাওয়ার জন্য ৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে। এর মধ্যে কোম্পানিটি বিদ্যুৎ সরবরাহ ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসে আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে প্রায় ১,৪০০ মেগাওয়াট থেকে ৭০০-৮০০ মেগাওয়াটে নামিয়ে এনেছে।

এদিকে, বাংলাদেশের কর্মকর্তারা নাম প্রকাশ করতে রাজি হননি, এবং আদানি পাওয়ারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি তীব্র সংকটে রয়েছে, আর এর মধ্যে চলতি বছর আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির কারণে রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনীতিকে আরও দুর্বল করেছে।

আদানির বকেয়া বিল পরিশোধের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রয়টার্সকে জানিয়েছেন, “গত মাসে আমরা ৯ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করেছি। এই মাসে ১৭ কোটি ডলার পরিশোধের জন্য একটি ঋণপত্র (এলসি) খোলা হয়েছে।” এছাড়া, সূত্রগুলো জানায়, বাংলাদেশ সরকারের কর্মকর্তারা আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তি পুনঃমূল্যায়ন করছে, কারণ তারা মনে করে, আদানি পাওয়ার ভারতের অন্যান্য বেসরকারি বিদ্যুৎ উৎপাদকদের তুলনায় ২৭ শতাংশ বেশি চার্জ করছে। এদিকে, আদানি পাওয়ারের প্রধান অর্থ কর্মকর্তা দিলিপ কুমার ঝা গত সপ্তাহে এক ত্রৈমাসিক রাজস্ব সম্মেলনে জানান, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা নেই এবং বকেয়া বিল নিয়ে পরিস্থিতি আরও খারাপ হবে না বলে তারা আশা করছেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমার থেকে বাংলাদেশে এলো আরও ৪৬ বিজিপি সদস্য

হিন্দুদের জমি দখল করে পুকুর খনন করেন সাবেক এমপি আয়েন

হিলি সীমান্তে পণ্য আটককে ঘিরে বিজিবি ও আনসার সদস্যের হাতাহাতি

গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিরামপুরে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

সম্পদ বিবরণী শুধু নামেই : হাঁকডাক দিয়ে একটু সতর্ক করাই উদ্দেশ্য, বিবরণী যাচাইয়ের কার্যকরী পদ্ধতি নেই

১৪০১ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকার গেজেট প্রকাশ

প্রধান উপদেষ্টাকে সম্পাদকেরা : অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২-৩ বছর হওয়া উচিত

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন জাতিসংঘ মহাসচিবের

মহাখালীতে বাস সংকট, ভোগান্তিতে যাত্রীরা