মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের লোহারবন্দ গ্রামে একটি আম বাগান থেকে অটো চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত চালক ভরত চন্দ্র দাস (৫৫) উপজেলার কালুপাড়া পিঠুলীগাছা গ্রামের মৃত কালীদাস চন্দ্রের ছেলে। এ হত্যাকাণ্ডে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নিহত ভরত চন্দ্র অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তার হদিস পাননি। পরেরদিন মঙ্গলবার ভোরে কায়ছারুল ইসলাম নামে এক ব্যক্তি আম বাগানে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা রাতে অন্য কোন স্থানে হত্যা করে পরে তার লাশ এখানে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার নং-৩।  তিনি আরও জানান, লাশ উদ্ধারের সময় নিহতের গলায় চিহ্ন দেখা গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - ক্যাম্পাস