রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতা মাওলানা খোদা বক্সের ইন্তিকাল

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৮, ২০২৪ ১:১০ অপরাহ্ণ

মো: কামারুজ্জামান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জের শীতলাই আলিম মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা খোদা বক্স সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকাল পৌনে ৪টা তিনি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা, ১ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহুর্তেই বীরগঞ্জ ও কাহারোল এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এর আগে গতকাল শনিবার বিকালে দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হোন মাওলানা খোদা বক্স। তিনি বীরগঞ্জ থেকে দিনাজপুর শহরে আসার পথে এ দূর্ঘটনায় ঘটে। দূর্ঘটনায় আহত হবার পর স্থানীয়রা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে মাওলানা খোদা বক্স’র স্বজন ও সাংগঠনিক শুভাকাঙ্খীরা হাসপাতালে ছুটে আসেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে ভর্তি করা হয়। সন্ধ্যায় আরো উন্নত চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার একটি অপারেশন সম্পন্ন করা হয়। এরপর গতকাল রোববার চিকিৎসকগণের পরামর্শে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিকালে এয়ার এম্বুলেন্স প্রস্তুত করে তাকে উঠানোর প্রাক্কালে মাওলানা খোদা বক্স ইন্তিকাল করেন। মরহুমের নামাযে জানাযা আজ সোমবার বীরগঞ্জ পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
মাওলানা খোদা বক্সের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারী মুহাদ্দিস ড. এনামুল হক, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, সেক্রেটারী কামরুল হাসান রাসেল, বীরগঞ্জ উপজেলা আমীর ক্বারী আজিজুর রহমান, সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম, কাহারোল উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারী আব্দুর রাজ্জাক। পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। নেতৃবৃন্দ বলেন, টগবগে উদীয়মান মুফাস্সির মাওলানা খোদা বক্স এলাকায় জনপ্রিয় একজন মানুষ ছিলেন। মানুষের ভালোবাসা পেয়েই তিনি বড় হয়েছেন। পবিত্র কুরআন ও হাদীসের বানী তিনি সর্বস্তরে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে গেছেন। আল্লাহ পাক তার কাজগুলো কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিন।

সর্বশেষ - রাজনীতি