(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) গণঅভ্যুত্থান-২০২৪ এ স্বাধীনতা রক্ষা করার জন্য ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছিল। ঠিক একইভাবে সব সময় সোচ্চার থাকতে হবে। স্বাধীনতা অর্জনের পাশাপাশি স্বাধীনতাকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করা হয় নগর ভবন প্রাঙ্গণে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
অনুষ্ঠানে মাননীয় প্রশাসক নজরুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা আমাদের জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। যাদের কল্যাণে আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন মানচিত্র ও স্বাধীন নাগরিক হিসেবে পরিচয় দিতে পেরেছি; সেই বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এছাড়া গণঅভ্যুত্থান-২০২৪ এ আমাদের অর্জিত স্বাধীনতাকে সুরক্ষিত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা গণঅভ্যুত্থান-২০২৪ এ দেখেছি স্বাধীনতা রক্ষা করার জন্য সকল ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছিল। ঠিক একইভাবে আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে স্বাধীনতা অর্জনের পাশাপাশি স্বাধীনতাকে রক্ষা করার বিষয়ে।
এছাড়া নাগরিক সেবা নিয়ে তিনি বলেন, নগরে বসবাসকারী মানুষকে একটি সুন্দর নগর, সুন্দর পরিবেশ ও সকল প্রকার নাগরিক সেবা দেওয়ার দায়িত্ব আমাদের। নাগরিককে সেবা দেওয়ার জন্য আমাদের নিয়োজিত করা হয়েছে। নাগরিক সেবা দ্রুততম সময়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের সর্বদাই নিয়োজিত থাকতে হবে। নাগরিকরা যেন হয়রানির স্বীকার না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। দুষ্টের দমন ও শিষ্টের লালনের ভিত্তিতে নাগরিকদের অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে। এটাই হবে আমাদের সঠিক স্বাধীনতার চেতনা।
কর্মকর্তা-কর্মচারীদের পেনশনসহ আনুষঙ্গিক দাবির প্রেক্ষিতে তিনি বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের সকল দাবি আন্তরিকতার সহিত সমাধান করার চেষ্টা করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল ইসলাম ভূঁইয়া, প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ঢাকা সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি নং- ঢাকা ৩২৫৬) নেতৃবৃন্দ মো. বেলায়েত হোসেন বাবু ও আহাম্মদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসসিসির সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। -নিউজ ডেক্স।