শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

প্রধান অতিথি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান আজ দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৫, ২০২৫ ৪:১৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) : আজ ২৫ জানুয়ারী’২৫ দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। সম্মেলন অনুষ্ঠানের জন্য মঞ্চ ও মাঠ সজ্জাসহ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী। জামায়াতের এ কর্মী সম্মেলনকে ঘিরে পুরো জেলায় সাজ সাজ রব পড়ে গেছে। জামায়াতের নেতা-কর্মী ছাড়াও সাধারণ জনগনের মাঝেও অনেকটা আনন্দ দেখা দিয়েছে। দীর্ঘদিন পর জামায়াতের এ সমাবেশ জামায়াত কর্মীদের আনন্দে যেন নতুন মাত্রা দিয়েছে। পোষ্টার-ব্যানার-ফেস্টুন দিয়ে পুরো শহর ও জেলার বিভিন্ন উপজেলা সজ্জিত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে দিনাজপুর জেলা জামায়াত নেতবৃন্দ মঞ্চ ও মাঠ সজ্জার সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেছেন। এ সময় দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমীর আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুর বড় মাঠ থেকে দিনাজপুর শহর জামায়াতের উদ্দ্যোগে আমীরে জামায়াতকে দিনাজপুরে স্বাগত জানিয়ে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে। শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন ও শহর সেক্রেটারী কামরুল হাসান রাসেলের নেতৃত্বে মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী মুহাদ্দিস ড. এনামুল হক বলেন, আমরা ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সম্মেলনকে কেন্দ্র করে জেলাজুড়ে মিছিল-সমাবেশসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। ইতোমধ্যে গনমাধ্যম কর্মীদের সাথেও মতবিনিময় করা হয়েছে। তিনি বলেন, আমাদের এ সম্মেলনে জেলার ১৩ উপজেলার আমাদের সকল কর্মীদের উপস্থিত করবো ইনশাআল্লাহ। শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন বলেন, আমাদের সম্মেলন সুষ্ঠু ও সুশৃংখলভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। কর্মীরা সম্মেলনে যোগদানের জন্য উন্মুখ হয়ে আছে। ইনশাআল্লাহ সম্মেলন সুন্দর ও সফল হবে।
সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মহিলা কর্মীদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা, পানি-স্যানিটেশন, খাদ্যসহ প্রয়োজনীয় বিভাগ করে কর্মীদের সুন্দরভাবে সম্মেলনে যোগ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। বিরল উপজেলার জামায়াত কর্মী আব্দুস সালাম বলেন, আমরা আমীরে জামায়াতের নসীহা শোনার জন্য অপেক্ষা করছি। তার বক্তব্য শুনে আমরা সে অনুযায়ী আগামী দিনের কাজ করবো এবং বাংলাদেশে ইসলামের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাবো।

সর্বশেষ - ক্যাম্পাস