সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ড. ইউনূসকে মোদির নতুন বছরের শুভেচ্ছা

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৭, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সেই সাথে নরেন্দ্র মোদির পাঠানো নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের শুভেচ্ছা কার্ডটির একটি ছবিও দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।

তবে বছর শুরুর ২৭ দিন পরে নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠানো নিয়ে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে, ‘ডিপ্লোমেটিক চ্যানেলে’ অর্থাৎ কূটনীতিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা আসার কারণে এটি পৌঁছাতে সময় লেগেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ওই দিনই প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদি।

তবে গত প্রায় ছয় মাসে অন্তর্বর্তী সরকারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়তে পারেনি ভারত। এই কয়েক মাসে বার বার দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির বিষয়টি প্রকাশ্যে এসেছে। ভারতের হাইকমিশনারকে বিভিন্ন ইস্যুতে কয়েক বার ডেকে পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আবার বাংলাদেশের হাইকমিশনারকেও একাধিক বার তলব করেছে দিল্লি।  টানা প্রায় সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের বিষয়টি তারা স্বাভাবিকভাবে নিতে পারেনি। এজন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সরকার এলে ভারতের সঙ্গে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হবে। ভারতের পক্ষ থেকেও ইতোমধ্যে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস