(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনের অদূরে হলদিবাড়ী রেলওয়ে লেভেল ক্রসিংয়ের ওপর একটি মালবাহী ট্রাক আটকা পড়ে পার্বতীপুর-ঢাকা রুটে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সোমবার সকাল সাড়ে ৯টার সময় লেভেল ক্রসিং অতিক্রম করার সময় মালবোঝাই ট্রাকটি আটকা পড়ে। এতে সকাল ৯টার দিকে ফুলবাড়ী রেলস্টেশনে রাজশাহী-চিলাহাটীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন আটকা পরে থাকে।
অন্যদিকে সকাল ১০টায় আন্তঃনগর ঢাকা-পঞ্চগড়গামী দ্রুতযান এবং সকাল সোয়া ৯টা পর্যন্ত ঢাকা-লালমনিহাট কুড়িগ্রাম ট্রেন আটকা পড়ায় দুই ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে রেলের উদ্ধারকর্মীরা ক্রেন দিয়ে ট্রাকটি সরিয়ে নেয়। দুপুর ১২টা ৪৫ মিনিটে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুর। এ জংশন দিয়ে ৫২টি ট্রেন চলাচল করে থাকে।
এদিকে হলদীবাড়ী রেলগেটের দুপাশে পাকা রাস্তা ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় রেল লাইন অতিক্রম করতে গিয়ে পিছলে পড়ে আহতের ঘটনা ঘটছে। লেভেল ক্রসিং গেট দিয়ে এশিয়ান হাইওয়ে সড়ক হওয়ায় এই চতুর্মুখী সড়কপথে দিনরাত বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের হাজার হাজার যানবাহন চলাচল করে। দুপাশের ব্যারিয়ার আইল্যান্ড দুটি ভেঙে গেছে। রেললাইনের গেট ব্যারিয়ার সময়মতো কাজ করে না। এভাবে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ছোট-খাট দুর্ঘটনা ঘটছে।
হলদীবাড়ী রেলগেট এলাকার বাসিন্দা মো. মনোয়ারুল ইসলাম বলেন, পানি জমে থাকায় যানবাহনের চালকরা হঠাৎ করেই গর্তে বা খাদে আটকে পড়ে।
প্রত্যক্ষদর্শী হাবিব হোসেন, বিপ্লব সরকার জানান, দুপাশের ব্যারিয়ার আইল্যান্ড ভেঙে গেছে। রেললাইন পার হতে গিয়ে গর্তে পড়ে দুর্ঘটনা ঘটছে। মোটরসাইকেল উল্টে পড়ে হাত-পায়ে আঘাত পাচ্ছে অনেকে।
হলদিবাড়ী মাধ্যমিক বিদ্যানিকেতন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী আনজুমান আরা বলেন, স্কুল চলাকালীন সময় বিদ্যালয়ে যেতে সমস্যা হচ্ছে। রাস্তার ময়লা পানি শরীরে এসে পড়ছে। কাপড় নষ্ট হচ্ছে। দ্রুত রাস্তা সংস্কার করা দরকার।
রেলওয়ের পূর্ত বিভাগের ঊধ্বর্তন উপ-সহকারী (পার্বতীপুর) প্রকৌশলী মো. রাজা আলী শেখ দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্বতীপুর-ঢাকা রুটে তিন ঘণ্টা পর ট্রেন চলা শুরু হয়। অল্প সময়ের মধ্যে হলদীবাড়ী লেভেল ক্রসিংয়ে রেললাইনের কাজ শুরু হবে। ভেঙে যাওয়া ব্যারিয়ার আইল্যান্ড দুটি সংস্কার করা হবে। গত ৬ মাসে ব্যারিয়ার আইল্যান্ডের ওপর তিন ট্রাক দুর্ঘটনা কবলিত হয়েছে বলে জানান তিনি।
হলদিবাড়ী রেলওয়ে লেভেল ক্রসিং নিয়ে জানতে চাইলে রেলের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী (পার্বতীপুর/পথ) শেখ আল আমিন বলেন, আগামী এক মাসের মধ্যে হলদীবাড়ী রেলগেটের দুপাশে কার্পেটিংয়ের কাজ শুরু হবে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন বলেন, লেভেল ক্রসিংয়ের দুপাশের রাস্তা সংস্কারের বিষয়টি জেলা মাসিক উন্নয়ন মিটিংয়ে উপস্থাপন করেছি। আশা করছি দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হবে।