(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জোরেশোরে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে আগামী জুনের শেষে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। আর ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা দিতে হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বর্তমানদের বিদায়ী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। নির্বাচন কমিশন সচিবালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, সবাই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভোটার তালিকা চূড়ান্ত হবে জুনের শেষে। নির্বাচনের জন্য জোরেশোরে প্রস্তুতি নিচ্ছি। আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছি।
তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ আইনের সংশোধনের আবেদন করেছি। না হলে পুনর্নির্ধারণ করা সম্ভব না। সিইসি বলেন, নির্বাচন করার জন্য মিনিমাম সংস্কারের উদ্যোগ আমরা নিচ্ছি। নির্বাচন নিয়ে রাজনৈতিক সমঝোতা হওয়া ভালো।
তিনি আরও বলেন, সরকার ঐকমত্য কমিশন করেছে, যার মেয়াদ ছয় মাস। তাহলে মিনিমাম সংস্কার যদি হয়, তবে ডিসেম্বরে নির্বাচন করতে হবে। আর ডিসেম্বরে করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। এখন ভোটার তালিকাসহ অন্যান্য প্রস্তুতি নিতে হচ্ছে।
‘কবরবাসীও ভোট দিতো’
আওয়ামী লীগের অধীনে একাধিকবার বিতর্কিত নির্বাচনের দিকে ইঙ্গিত করে সিইসি নাসির উদ্দিন বলেন, সুন্দর ভোটের জন্য ভোটার লিস্ট স্বচ্ছ করা দরকার। ভোটার তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার। ওরাই কবর থেকে ভোট দিয়েছে। কবরবাসীও ভোট দিতো। মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল। অন্যদিক ৩৬ লাখ ভোটার হতে পারে করা হয়নি। এগুলো বাদ পড়ে যেত।
রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনেক নাগরিক রিলিফের (ত্রাণ) আশায় ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গা হচ্ছেন। কাজেই এটি এক জটিল পরিস্থিতি।
আমরা রোহিঙ্গাদের ঠেকানোর চেষ্টা করছি। স্থানীয় অনেকে রোহিঙ্গা হয়েছে রিলিফের আসায়। স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে হচ্ছে। অনেক সময় স্বামী রোহিঙ্গা স্ত্রী বাংলাদেশি। আবার স্ত্রী বাংলাদেশি, স্বামী রোহিঙ্গা। এমন তথ্য আমরা পাচ্ছি।’
এ এম এম নাসির উদ্দীন বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক বিতর্কে আমরা জড়াতে চাই না।
সাংবাদিকদের সংগঠনগুলো সঠিক ভোট হয় জানিয়ে তিনি বলেন, যদি সাংবাদিক সংগঠনগুলোর মতো নির্বাচন করতে পারতাম ভালে হতো। সাংবাদিকদের সংগঠনের ভোটে কোনো ঝামেলা নাই, কোনো কারচুপি নাই, অভিযোগও নাই। আমরা অবাধ তথ্য প্রবাহ চাই। -নিউজ ডেস্ক