আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের কাঞ্চন কলোনি দারুচ্ছুন্নাত জামেয়া-ই-নেছারিয়া দাউদিয়া হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিং এবং এতিম খানায় বৃহ¯পতিবার ১৩ মার্চ ২০২৫ মরহুম বন্ধু ও মরহুম পিতা-মাতার মাগফেরাত কামনায় এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতারসহ রাতের খাবারের আয়োজন করা হয়। এই মহতী উদ্যোগটি আয়োজন করেন দিনাজপুর ইন্সটিটিউট গ্রুপ, এসএসসি ব্যাচ ‘৯৪, এবং তাদের বন্ধুরা।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমান। উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আব্দুর রশিদ (তোতা) এবং সাধারণ সম্পাদক আবু ত্বোহা। আয়োজনটিতে মাদরাসার ৬০ জন এতিম শিশু অংশ নেয়।
অনুষ্ঠানে দিনাজপুরের স্থানীয় দৈনিক উত্তরা পত্রিকা-র বার্তা সম্পাদক মো. মিন্নাত উল্লাহ মিন্নাত, চিফ রিপোর্টার আব্দুস সালাম স্টাফ রিপোর্টার মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মো. সাব্বির, মো. আজাদ, মো. মর্তুজা, মো. সুমন, মো. রিমন, মো. রনো রুমি, মো. আজমির সুজন, মো. সোহেল, মো. শামিমসহ অনেক বিশিষ্ট ব্যক্তি।
এই আয়োজনের মাধ্যমে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং এতিম শিশুদের সাথে সময় কাটিয়ে তাদের মাঝে ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করা হয়।