মেহেদী হাসান রাজু (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর জেলা প্রশাসক একজন বৃক্ষপ্রেমী মানুষ। কে বা কাহারা অজান্তেই নিজের স্বার্থের জন্য গাছে (বৃক্ষে) পেরেক মারে। এটি দেখে গাছপ্রেমী দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম গাছ হতে পেরেক তোলার দায়িত্ব পালন করে।
আরেক দিকে দিনাজপুর বন বিভাগের অবহেলার কারণে দিনাজপুর জেলা ও কয়েকটি উপজেলায় গাছে ক্ষত করে নাম্বার বসানোর কাজ করছে দিনাজপুর বন বিভাগ কর্তৃপক্ষ। এ নিয়ে দিনাজপুরে বৃক্ষ/ গাছপ্রেমীদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। দিনাজপুর জেলার পরিবেশবাদী ও সচেতন মহল বিভিন্ন গাছে ক্ষত সৃষ্টিকারীদের বিরুদ্ধে দিনাজপুর জেলা প্রশাসক এবং পরিবেশ উপদেষ্টা যেন গাছক্ষত সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।