বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

একাত্তরে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশ: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

প্রতিবেদক
admin
মার্চ ২৬, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)  অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘একাত্তর এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটি স্বাধীনতা অর্জন করেছি, রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ, এই স্বাধীনতার যে কনসেপ্ট, সেটিকে নষ্ট করে দিয়ে গেছে।’ আজ বুধবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা মনে করি যে দেশের প্রতিটি নাগরিক যতক্ষণ না পর্যন্ত মনে করবেন তিনি স্বাধীন, তাঁর বাক্‌স্বাধীনতা আছে, ফ্রিডম অব এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি, চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।’ অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, চব্বিশে আবারও একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার যে কঠিন লড়াই, সেই লড়াইয়ের অন্যতম একটি ধাপ হচ্ছে চব্বিশ। এই স্বাধীনতার সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এই দেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - ক্যাম্পাস