(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নির্মাতা লুরিহাজ মালসি। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নির্মাতা লিখেছেন, ‘অভিনেত্রী গুলশান আরা আহমেদ আজ সকালে মারা গেছেন। গুণী এই অভিনয় শিল্পী দীর্ঘ সময় ধরে নাটক ও চলচ্চিত্রে সমানভাবে কাজ করেছেন । চির বিদায় চির বিদায়।’
অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। এদিকে নির্মাতা কাজল আরফিন অমি এক পোস্টে শোক জানিয়ে লিখেছেন, ‘আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন। ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন । আপনাকে আমরা মিস করব আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’
এছাড়া ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর আত্মার মাগফেরাত কামনা করেছেন।
গুলশান আরা ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে যাত্রা শুরু করেন। তবে নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই ইচ্ছা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের উপহার দিয়েছেন ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’ এর মতো জনপ্রিয় সব ছবি।
অভিনেত্রীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে আসিফ আহমেদ হৃদয়। মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি। -নিউজ ডেস্ক