বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

কাশ্মির হামলার পর ভারত-পাকিস্তান পানি চুক্তি স্থগিত, সার্ক ভিসা বাতিল

প্রতিবেদক
admin
এপ্রিল ২৩, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) কাশ্মিরের পহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপের ঘোষণা দিল ভারত।

বুধবার (২৩ এপ্রিল) নয়াদিল্লিতে এক জরুরি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই পদক্ষেপগুলোর কথা জানান।

ভারত অবিলম্বে সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, পাঞ্জাবের আটারি সীমান্ত চেকপোস্টও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র সচিব আরও জানান, সার্ক ভিসা ব্যবস্থার আওতায় ভারতে অবস্থানরত পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে এবং তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে পাকিস্তান থেকে সার্ক ভিসা পাওয়া কোনও নাগরিক ভারতে প্রবেশ করতে পারবেন না।

ভারতের এই পদক্ষেপ কূটনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসে নিযুক্ত দেশটির সেনা, বিমান ও নৌবাহিনীর ‘পরামর্শদাতাদের’ পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ত্যাগ করতে হবে। একইসঙ্গে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকেও সামরিক পরামর্শদাতাদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

উভয় দেশের দূতাবাসেই সামরিক সংযুক্ত পাঁচজন পরামর্শদাতাকে ফিরিয়ে নেওয়া হবে এবং কর্মী সংখ্যা কমিয়ে ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে, যা আগামী ১ মে-র মধ্যে কার্যকর হবে।

এই সিদ্ধান্তগুলো বুধবার ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস)-এর বৈঠকে গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। -নিউজ ডেস্ক

সর্বশেষ - সারাদেশ