বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

রক্তাক্ত কাশ্মীর, হামলাকারীদের শাস্তির দাবিতে ফুঁসছেন তারকারা

প্রতিবেদক
admin
এপ্রিল ২৩, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ভারতের ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত এবং ২০ জন আহত হয়েছে। ওই ঘটনার পর অপরাধীদের ধরতে অঞ্চালটিতে চিরুনি অভিযান চালাচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী। জাতি ও রাজনৈতিক বৈরিতা থাকলেও পহেলগামের ঘটনা  প্রায় দেড় শো কোটির দেশকে একবিন্দুতে নিয়ে এসেছে। সবাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

ভয়াবহ হামলার ঘটনায় প্রতিবাদে সরব বলিউড, টলিউড কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকারা।

attack_1

অভিনেতা বরুণ ধাওয়ান সন্ত্রাসীদের শাস্তির দাবি তুলেছেন। তার ভাষায়, ‘হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় লিখে হয়তো কিছু হয় না, কিন্তু এটুকুই এখন আমাদের হাতিয়ার। আমি নিশ্চিত, এ দেশের প্রকৃত বীর—ভারতীয় সেনা অপরাধীদের উপযুক্ত জবাব দেবে। পহেলগামে ছুটি কাটাতে গিয়ে এভাবে প্রাণ দিতে হলো!’

জানা গেছে, হামলাকারীরা প্রথমে পর্যটকদের জিজ্ঞেস করেছিল তাদের ধর্ম কী। তারপরই ঠান্ডা মাথায় খুন করে পালিয়ে যায়। ভয়াবহ হত্যাকাণ্ডে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এদিকে অভিনেত্রী কঙ্গনা রনৌত সামাজিক মাধ্যমে লিখেছেন,’সন্ত্রাসবাদেরও ধর্ম আছে, ভুক্তভোগীদেরও ধর্ম আছে।’

নিরস্ত্র নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে আতঙ্কবাদীরা। সোনু সুদ সোশ্যাল মিডিয়া ক্ষোভ প্রকাশ করে লিখেছেন,‘নিরীহ পর্যটকদের ওপর কাপুরুষের মতো এই হামলার নিন্দা জানাচ্ছি। সভ্য পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনো জায়গা থাকতে পারে না।’

pahelgam

কাশ্মীরের ঘটনা টলিউড অভিনয় শিল্পীদেরও কাঁদিয়েছে। সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় অভিনেতা অঙ্কুশ হাজরা লিখেছেন, ‘শ্বাস নেওয়ার জন্য একটু ভালো জায়গার প্রয়োজন। এতটা দমবন্ধ আগে কখনও লাগেনি। এটা মানবতার মৃত্যু।’

ভারতীয় সেনাদের কাছে কাউকে ছাড় না দেওয়ার অনুরোধ জানিয়েছেন কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী। গায়িকার কথায়, ‘এই সন্ত্রাসবাদীদের ছেড়ে দেবেন না।’  একই সুর সৌরভ দাসের কণ্ঠেও। অভিনেতা লিখেছেন, ‘জঙ্গিদের ধরুন আর মারুন।’

pahelgam_2

অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ঠান্ডা মাথায় ওরা আমাদের দেশের মানুষগুলোকে খুন করেছে। এটা ক্ষমার অযোগ্য, ভুলতে দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদীদের বোঝা উচিত, অপরাধের শাস্তি কি হতে পারে। আমরা এবার চুপ থাকব না। পাল্টা জবাব দিতেই হবে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে অনুরোধ করব ওরা যেটার যোগ্য ওদের সেটাই ফিরিয়ে দেন।’

জাহ্নবী কাপুর এক পোস্টে জানিয়েছেন তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। এই ঘটনায় আরও শোক জানিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার , অনুপম খের, রবিনা টন্ডন সহ অনেক প্রতিবাদে সরব হয়েছেন। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - সম্পাদকীয়

আপনার জন্য নির্বাচিত