বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত, বিএনপি নেতার কারাদণ্ড

প্রতিবেদক
admin
এপ্রিল ২৪, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) কুমিল্লার লাকসামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে রবিউল হোসেন (৪৫) নামে এক বিএনপি নেতা কাম ডিলারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ এপ্রিল) রাতে আদালতের বিচারক ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ডিলার রবিউল হোসেন গোবিন্দপুর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি গোবিন্দপুর গ্রামের পশ্চিমপাড়ার বাশার মিয়ার বাড়ির মৃত সফিউল্লাহর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ জানান, ওইদিন রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন ওই ডিলারকে চালসহ আটক করে ৯৯৯ নম্বরে ফোন করেন। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় আত্মসাৎ করা ৩৫০ কেজি (৭ বস্তা) চাল জব্দ করেন তিনি। অভিযুক্ত ডিলার রবিউল হোসেনকে জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেন। এই ঘটনায় একই গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম বলেন, আমাদের দলে কোনো দুস্কৃতিকারী, চোর, অন্যের সম্পদ আত্মসাতকারীর স্থান নেই। আমরা নেতৃবৃন্দকে ঘটনাটি জানিয়েছি। তার বিরুদ্ধে দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।

ইউএনও জানান, অভিযুক্ত ওই ডিলার এপ্রিল মাসের চাল ভুয়া বিতরণ দেখিয়ে উপজেলা খাদ্য অফিসে মাস্টাররোল দাখিল করেন। মাস্টাররোল যাচাই-বাছাই করে চাল আত্মসাৎ-এর সত্যতা পাওয়া যায়। এই ঘটনায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া, তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে বলেও ইউএনও জানান। জব্দ করা ৩৫০ কেজি (৭ বস্তা) চাল উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি এল এস ডি) জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও। -নিউজ ডেস্ক

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব প্রধান উপদেষ্টার

কাশ্মীরে ভারত-পাকিস্তান ফের সংঘাতে জড়াতে পারে

নিম্নবিত্তদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রাজউকের

কাশ্মির হামলার পর ভারত-পাকিস্তান পানি চুক্তি স্থগিত, সার্ক ভিসা বাতিল

রানা প্লাজা ট্র্যাজেডি : এক যুগেও মেলেনি বিচার

জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছে পাকিস্তান

এটিএম আজহারের মুক্তি দাবি ন্যায়বিচারের ইস্যু: মির্জা গালিব

বিরামপুরে বিষাক্ত কীটনাশক স্প্রে করে ৬ লাখ টাকার বোরো ধান বিনষ্ট

রক্তাক্ত কাশ্মীর, হামলাকারীদের শাস্তির দাবিতে ফুঁসছেন তারকারা

দিনাজপুরে গড়ে প্রতিদিন ২ কোটি টাকার টমেটো বেচাকেনা হয়!