(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছিল একটি চক্র। অবশেষে সেই চক্রটির মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃতরা হলেন- মূলহোতা সামিউল ইসলাম (৩১) ও তার সহযোগী রুবেল আহম্মেদ শেখ (২৮)। তাদের দু’জনের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায়। তাদেরকে গ্রেফতরের সময় প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউ’র পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুরের বছিলা গর্ডেন সিটির নর্থ সাউথ রোড এবং একই দিন রাতে নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর বাজার এলাকায় পৃথক দু’টি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা অনলাইনে পণ্য বিক্রির নাম করে অর্থ আত্মসাৎ করে আসছিল। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ প্রতারণা চক্রের সক্রিয় সদস্য।
এর আগে গত বছরের ৯ নভেম্বর খুলনা জেলার ফুলতলা থানা এলাকার বাসিন্দা ফরিদ আহম্মেদ একটি মামলা করেন। সেই মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া সাপেক্ষে তাদের গ্রেফতার করা হয়। অভিযোগকারী ফরিদ অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় করার জন্য প্রতারক চক্রের নিকট টাকা পাঠান। কিন্তু পণ্যের মূল্য বাবদ টাকা পরিশোধ করার পরও পণ্য না দিয়ে প্রতারক চক্রটি ভিকটিমের টাকা আত্মসাৎ করে। পণ্য পাওয়ার আশায় ফরিদ দীর্ঘদিন ধরে প্রতারক চক্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের দেওয়া নম্বরগুলো বন্ধ পান। সংঘবদ্ধ প্রতারণা চক্র কর্তৃক সংঘটিত অপরাধের শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি এটিইউ’র অ্যাপসে অভিযোগ করেন। পরবর্তীতে তিনি মামলা করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। -ডেস্ক রিপোর্ট