(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনজুর আলম ও বর্তমান অফিস সহকারী নির্মল চন্দ্র দেব শর্মাকে দুর্নীতির অভিযোগে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দিনাজপুর জেলা জজ কোর্টে হাজিরা দিতে গেলে দুদক’র দায়ের করা প্রায় তিন কোটি টাকা আত্মসাতের মামলায় তাদের জেলাহাজতে প্রেরণ করা হয়।
দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনজুর আলম ও বর্তমান অফিস সহকারী নির্মল চন্দ্র দেব শর্মা পরস্পর যোগসাজসে সরকারি অনুদারসহ কলেজের বিভিন্ন খাত থেকে ২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৭১২ টাকা আত্মসাত করেছেন।