শুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আটোয়ারীতে মৃত চিতাবাঘ উদ্ধার, দেখতে মানুষের ঢল

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) পঞ্চগড়ে আটোয়ারী উপজেলাযর সীমান্তঘেষা এলাকাযর নাগর নদী পাশ থেকে মৃত অবস্থায় একটি চিতাবাঘ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার(২ ফেব্রুয়ারি) সকালে জেলার আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোড় এলাকার ঈদগাঁহ ময়দানের সীমান্তঘেষা নাগর নদীর পাশ থেকে মৃত অবস্থায় বাঘটি উদ্ধার করে পঞ্চগড় বনবিভাগ৷

স্থানীয়রা জানান, উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর এলাকার এক কৃষকের গরুর গলায় আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে ফেলে পালিয়ে যায় বাডঘটি৷ পরে গরুর মালিক শেয়ালের আক্রমণে গরুর মৃত্যু হয়েছে এমন ভেবে গরুর উপর বিষ প্রয়োগ করেন। পরে গরুটিকে আবারও খেতে এসে চিতা বাঘটি মারা যায়, তোড়িয়া ইউনিয়নের দারখোর এলাকায় শুক্রবার সকালে স্থানীয় কয়েক মানুষ নাগর নদীতে মাছ ধরতে গেলে এসময় দারখোর ঈদগাহ ময়দানের সীমান্তঘেষা নগর নদীর পাশে মৃত অবস্থায় বাঘটি পড়ে থাকতে দেখে৷ পরে সাথে সাথে তারা বিষয়টি স্থানীয় মানুষ ও প্রশাসন,বনবিভাগকে জানালে পরে ঘটনাস্থলে গিয়ে মৃত বাঘটি উদ্ধার করে বারঘাটি পুলিশ ফাঁড়িতে বাঘটি নিয়ে যায়৷ পরে ময়নাতদন্তের জন্য বাঘটিকে আটোয়ারী উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে যাওয়া হয়৷ পরে সেখানে বাঘটিকে দেখতে স্থানীয় মানুষের ঢল নামে৷ বাঘটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক জাদুঘরে পাঠানো হবে বলে জানা গেছে।   এদিকে বনবিভাগ জানায়,বাঘটি পাশ্ববর্তী দেশ ভারত থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাঘটির উচ্চতা প্রায় ৩ থেকে সাড়ে ৩ ফুট,ও  লেজসহ লম্বা প্রায় সাড়ে ৬ ফুটের মতো৷

এদিকে,আটোয়ারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে জানান,বাঘটি উদ্ধার করে আমাদের প্রাণী সম্পদ কার্যলায়ে নিয়ে এসেছে বনবিভাগ৷ আমরা বাগটি ময়নাতদন্ত করে তার সেম্পল সংগ্রহ ও উপস্বর্গ সংগ্রহ করে তার  বিভিন্ন ল্যাব অথবা রংপুর চিড়িয়াখানার ল্যাবে প্রেরণ করবো৷

পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে মধুসূদন বর্মন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় চিতা বাঘটি উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে এসেছি৷ আমরা ধারণা করছি বাঘটি ভারত থেকে এসে ছিল৷ ময়নাতদন্ত করা হবে বাঘটির। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত