শুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

শরিফুলের দুর্দান্ত বোলিং ছাপিয়ে প্রথম জয় পেল সিলেট

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২, ২০২৪ ১২:৫৩ অপরাহ্ণ

দুই দিন বিরতি দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স। সিলেটের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক মিথুনের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রানের সংগ্রহ পায় সিলেট। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের সংগ্রহ করে ঢাকা। এতে ১৫ রানের জয়ে চলমান আসরে প্রথম জয়ের দেখা পায় চায়ের দেশটি।

১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। সিলেটের পেসার রিচার্ড নাগাভারার বোলিং তোপে ধুঁকতে থাকে ঢাকার ব্যাটাররা। দলীয় ৫২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রাজধানীর দলটি।

এরপর সিলেটের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ঢাকার কোনো ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। শেষ দিকে তাসকিন আহমেদের ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস হারের ব্যবধান কমায়। ২০ ওভারে ৯ উইকেটন হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে ঢাকা। সিলেটের হয়ে বল হাতে সর্বোচ্চ চার উইকেট নেন  নাগাভারা

এ আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়ে থাকে সিলেট। দলীয় ১৩ রানে ঘরের মাঠে ৩ উইকেট হারিয়ে বসে সিলেট। পূণ্যভূমির দলটির বিপক্ষে প্রথম তিনটি উইকেটই নেন শরিফুল ইসলাম। এরমধ্যে ওপেনার শামসুর রহমান ও চার নম্বরে নামা জাকির হাসানকে গোল্ডেন ডাকে আউট করেন তিনি।

শান্ত ১২ বল খেলে করতে পারেন মাত্র ৩ রান। ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া সিলেটকে টেনে তুলে ধরার চেষ্টা করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও সামিত প্যাটেল। এ জুটির ব্যাট থেকে আসে ৫৭ রান।

দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি অর্ধ শতক তুলে নেন মিথুন। ম্যাচের ১২তম ওভারে আরাফাত সানির ঘূর্ণিতে কাটা পড়েন থিতু হওয়া প্যাটেল। সাজঘরে যাবার আগে ৩২ রান করেন তিনি।  এরপর উইকেটে এলেও ব্যাট হাতে ব্যর্থ হন রায়ান বার্ল  ও বেনি হাওয়েল। ব্যর্থতার ভিড়ে অবশ্য তিন ছক্কা হাঁকিয়ে সিলেটের রানের চাকা সচল রাখেন আরিফুল হক। ৯ বলে ২১ রান করেন তিনি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে ৫৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন মিথুন। এতে সিলেটের ইনিংস থামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রানে। ঢাকার হয়ে বল হাতে সর্বোচ্চ চার উইকেট নেন শরিফুল।  -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি