শুক্রবার , ১ মার্চ ২০২৪ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

গ্রাহক পর্যায়ে যত টাকা বাড়ল বিদ্যুতের দাম

প্রতিবেদক
admin
মার্চ ১, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) এক বছরের মাথায় দেশে ফের গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এ পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে বেড়েছে ৭০ পয়সা। যা ফেব্রুয়ারি মাসের বিল থেকেই কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর কোন ব্যবহারকারীর কত বিদ্যুৎ বিল বাড়তে পারে, তা জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিদ্যুৎ বিভাগ জানায়, বিদ্যুতের পাইকারি মূল্য প্রতি ইউনিটে ৩৪ পয়সা সমন্বয় করা হয়েছে। প্রতি ইউনিট ৬ দশমিক ৭০ টাকা থেকে ৭ দশমিক ০৪ টাকা হয়েছে। এ ক্ষেত্রে গড়ে দাম বেড়েছে পাঁচ ভাগ। অন্যদিকে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়েছে। এতে গড়ে দাম বেড়েছে ৭০ পয়সা। অর্থাৎ প্রতি ইউনিট ৮ দশমিক ২৫ টাকার বিপরীতে ৮ দশমিক ৯৫ টাকা হয়েছে। এখানে গড় সমন্বয় সাড়ে আট ভাগ।

আবাসিক লাইফলাইন (০-৫০ ইউনিট) গ্রাহকের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২৮ পয়সা বেড়েছে। দেশে ১ কোটি ৬৫ লাখ লাইফলাইন গ্রাহক রয়েছে। সরকার তাদের ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে। এ ধরনের গ্রাহকদের মাসিক বিল সর্বোচ্চ ২২ টাকা বৃদ্ধি পাবে।

এ ছাড়া ০-৭৫ ইউনিট ব্যবহারকারী একজন আবাসিক গ্রাহকের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪১ পয়সা বাড়ানো হয়েছে। ফলে এ ধরনের গ্রাহকের মাসিক বিল সর্বোচ্চ ৪০ টাকা বৃদ্ধি পাবে। একইভাবে ২০০ ইউনিট ব্যবহারকারী একজন আবাসিক গ্রাহকের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫৭ পয়সা বাড়ানো হয়েছে। ফলে মাসিক বিল সর্বোচ্চ ১২২ টাকা বৃদ্ধি পাবে। আর অপেক্ষাকৃত বিত্তবান ১,২০০ ইউনিট ব্যবহারকারী একজন আবাসিক গ্রাহকের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। ফলে মাসিক বিল সর্বোচ্চ ১,৪৪৩ টাকা বৃদ্ধি পাবে। অন্যদিকে সেচ ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫ টাকা ২৫ পয়সা। সেচ গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪৩ পয়সা বাড়ানো হয়েছে। ফলে ৫০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী একজন সেচ গ্রাহকের মাসিক বিল সর্বোচ্চ ২৬২ টাকা বৃদ্ধি পাবে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত