শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

উচ্চবিত্তের ভিড় বেইলি রোডে, মধ্যবিত্তরা ছুটছেন মৌচাকে

প্রতিবেদক
admin
এপ্রিল ৫, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ঈদের আগে শেষ শুক্রবার জমে উঠেছে রাজধানীর বিপণি বিতানগুলো। এদিন সকাল থেকেই মার্কেটগুলোতে ক্রেতাদের কিছুটা ভিড় লক্ষ্য করা যায়। তবে জুমার পর তা বহুগুণে বেড়েছে। রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত বেইলি রোডে ভিড় করছে উচ্চবিত্ত মানুষেরা। অপরদিকে দামে স্বস্তি পেতে মধ্যবিত্তরা ছুটছেন মৌচাকের মার্কেটগুলোতে।

শুক্রবার (৫ এপ্রিল) রাজধানী বেইলি রোডের একাধিক বিপণি বিতান, মৌচাকে আনারকলি সুপার মার্কেট, মৌচাক মার্কেট ও সেন্ট্রাল পয়েন্ট শপিং মল ঘুরে এসব চিত্র দেখা গেছে।


shopping3

বিক্রেতারা বলছেন, ঈদের আরও বেশ কয়েকদিন বাকি রয়েছে। তবে এর আগে সর্বশেষ সাপ্তাহিক ছুটি হওয়ায় বেড়েছে বেচাকেনা। বিশেষ করে ঈদের ছুটিতে যেসব মানুষ ঢাকা ছাড়বেন তারা কেনাকাটা করছেন। ফলে মৌচাকের মার্কেটগুলোতে ক্রেতাদের অনেক চাপ দেখা যাচ্ছে। সন্ধ্যার পরপর এই চাপ আরও বাড়বে বলে আশা তাদের।

তবে জুমার আগে ও পরে প্রায় স্বাভাবিক ছিল বেইলি রোডের বিপণি বিতানগুলো। এলাকাটির বিভিন্ন ব্র্যান্ডের দোকান ও নাভানা বেইলি স্টার শপিংমল ঘুরে ক্রেতাদের তেমন ভিড় লক্ষ্য করা না গেলেও তা স্বাভাবিকের তুলনায় বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের ভাষ্য, বেইলি রোডে ক্রেতার সংখ্যা লিমিটেড। একটি নির্দিষ্ট শ্রেণির মানুষ এখানকার ক্রেতা। ফলে দুপুরের সময় হওয়ায় ক্রেতা কিছুটা কম।

ইনফিনিটি ব্যান্ডের আউটলেটে ক্রেতাদের মোটামুটি উপস্থিতি দেখা গেছে। একদামের দোকান হওয়ায় ক্রেতারা ঘুরে ঘুরে নিজের পছন্দের পণ্য বাছাই করছেন। পরবর্তীতে কাউন্টারে কার্ড বা নগদ অর্থের মাধ্যমে বিল পরিশোধ করছেন।

shopping2

তেমনই একজন ক্রেতা আরশাদ করীমের সাথে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ঈদের আরও বেশ কয়েকদিন বাকি আছে। তবে শেষের দিকে ভিড় কিছুটা বাড়ে। আজ সাপ্তাহিক ছুটি হওয়ায় এসেছি। বেইলি রোড মসজিদে জুমার নামাজ পড়েছি। বাসায় যাওয়ার আগে ঢু মেরে গেলাম। একটা টি-শার্ট ও প্যান্ট নিয়েছি। সন্ধ্যার পর হয়তো বাচ্চাদের নিয়ে আসব।

একইচিত্র ইনফিনিটি শপিং মলে। মার্কেটটির প্রথম ও দ্বিতীয় ফ্লোরে ক্রেতাদের তেমন ভিড় লক্ষ্য করা না গেলেও তৃতীয় তলায় লোক সমাগম লক্ষ্য করা গেছে। ফ্লোরটি নারীদের পোশাকের হওয়ার ক্রেতাদের একটা বড় অংশই নারীরা।

shopping4

বিক্রেতারা বলছেন, গতকাল বৃহস্পতিবার থেকে লোকসমাগম বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ তা আরও বাড়বে এবং এখন থেকে নিয়মিত এমনই থাকবে। একদম চাঁদ রাত পর্যন্ত লোকজন কেনাকাটা করবে।

এদিকে, জুমার পর থেকে ভিড় বাড়ছে মৌচাকের মার্কেটগুলোতে। আনারকলি সুপার মার্কেটের প্রতিটি ফ্লোর লোকে লোকারণ্য। বিক্রেতারা বলছেন, গতরাত থেকেই বেড়েছে ক্রেতা সমাগম। এটি ঈদের আগ পর্যন্ত থাকবে বলে আশা তাদের। বরং আজ সন্ধ্যা থেকে তা আরও বাড়বে বলছেন তারা।

একইচিত্র পাশের মৌচাক মার্কেট, সেন্টার পয়েন্ট শপিং মলেও। ক্রেতারা বলছে, নিউমার্কেটের পরেই সর্বসাধারণের জন্য সবথেকে বড় মার্কেট মৌচাকে। এখানের বিপণি বিতানের পণ্যগুলো বাজেট ফ্রেন্ডলি ও মধ্যবিত্তের নাগালের মধ্যে। একইসঙ্গে কাপড়ের কোয়ালিটিও মানানসই। -অনলাইন ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের ওপর শিল্পীদের হামলার ঘটনায় বহিষ্কার ২, বয়কট ১

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ : আবারও পাকিস্তানকে হারাল বাংলাদেশ, ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা

হাবিপ্রবির প্রথম প্রো-ভিসি হলেন প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার

কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ২০

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আনাসকে ছাত্রশিবিরের সংবর্ধনা

বছরের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরে যা করণীয়

অপু-বুবলীকে নিয়ে যে সিদ্ধান্তে অনড় শাকিব 

মহাসড়কের পর এবার ট্রেনে মই ব্যবসা, ভাড়া ১০ টাকা!

সহিংসতায় একদিনে আরও শতাধিক প্রাণহানি