শনিবার , ১৩ এপ্রিল ২০২৪ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

জি এম কাদেরের পা ছুঁয়ে সালাম করলেন রাঙ্গা

প্রতিবেদক
admin
এপ্রিল ১৩, ২০২৪ ৬:৪৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির বহিস্কৃত মহাসচিব ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। এসময় মশিউর রহমান রাঙ্গা জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে পা ছুঁয়ে সালামও করেন।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় রংপুর নগরীর স্কাইভিউ এর বাসায় জি এম কাদেরের কক্ষে গিয়ে সাক্ষাৎ শেষে পা ছুঁয়ে সালাম করেন তিনি। বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির একাধিক নেতা নিশ্চিত করেছেন।

এদিকে, জি এম কাদেরের সামনে হাঁটু গেরে বসে পায়ে একহাত রেখে কথা বলেন মশিউর রহমান রাঙ্গা। এসময় মুচকি হাসি হেসে রাঙার মাথায় হাত বুলিয়ে দেন জিএম কাদের। এরকমভাবে বসে কথা বলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।

এ বিষয়ে জাতীয় পার্টির বহিস্কৃত মহাসচিব ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানান, জি এম কাদেরের সঙ্গে তার পারিবারিকভাবে আত্মীয়তার সম্পর্ক আছে। এ কারণে প্রতিবার ঈদে জি এম কাদের এর সঙ্গে সাক্ষাৎ ও সালাম করেন তিনি। এরই ধারাবাহিকতায় আজকে সন্ধ্যায় রংপুরের স্কাই ভিউয়ের বাসায় গিয়ে জি এম কাদেরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে পা ছুঁয়ে সালাম করেন তিনি।

প্রসঙ্গত, রওশন এরশাদ পন্থী মসিউর রহমান রাঙা বিভিন্ন সময়ে জি এম কাদের ও জাপার নেতৃত্ব নিয়ে বিরুপ মন্তব্য করেন। এরই এক পর্যায়ে রাঙ্গাকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সর্বশেষ - রাজনীতি