বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে বিরল নাশকতা মামলার জেলা বিএনপির ৬ নেতাকর্মী কারাগারে প্রেরণ

প্রতিবেদক
admin
এপ্রিল ১৭, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)
দিনাজপুরে নাশকতা মামলায় জেলা বিএনপির ৬ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ নির্দেশ দিয়েছেন আদালত। দিনাজপুর জেলার বিরল উপজেলায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের মামলায় হাজির হন বুধবার (১৭ এপ্রিল-২০২৪) দুপুরে বিএনপির ৬ নেতাকর্মী। দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ মোঃ যাবিদ হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কারাগারে পাঠানো বিএনপির ৬ জন নেতাকর্মী হলেন-দিনাজপুর জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম,বিরল উপজেলা যুবদলের আহবায়ক ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর ইসলাম,বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মমিনুল ইসলাম,বিএনপি নেতা মোঃ আরমান আলী, মোঃ মমিন ও মোঃ হাসিনুর রহমান পায়েল।এর আগে গত ২৮ ফেব্রুয়ারি-২০২৪ তারিখ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ৩১ অক্টোবর সকাল আনুমানিক ১১টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার তৈয়বপুর এলাকায় আলী পেট্রোল পাম্পের পাশে পাকা রাস্তার উপর একটি ট্রাক যার (নং- ঢাকা মেট্রো-ট-১৬-১১৮৯) নাশকতার উদ্দেশ্যে ভাংচুর করে ট্রাকটির ক্ষতিসাধন করে। পরে ট্রাকের চালক মোঃ লিটন ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে বিরল থানায় একটি এজাহার দাখিল করেন। যার মামলা নং-১৯৮ আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোঃ একরামুল আমিন,মোঃ রাশেদুল ইসলাম মানিকসহ আরো কয়েকজন আইনজীবী।অপরদিকে দিনাজপুর জেলাযুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলকে নাশকতার অপর একটি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।বুধবার দুপুরে দিনাজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ - রাজনীতি