মঙ্গলবার , ১৮ জুন ২০২৪ | ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সুপার এইটে বাংলাদেশের রাস্তা কঠিন: তামিম ইকবাল

প্রতিবেদক
admin
জুন ১৮, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে বিশ্বকাপের আগেও চরম নড়বড়ে ছিল বাংলাদেশ দলের অবস্থা। তবে বিশ্বকাপ শুরু হতেই যেন যাদুর কাঠির স্পর্শে জ্বলে উঠল বাংলাদেশ।  গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে নবম বিশ্বকাপের সুপার এইটে টাইগাররা।

আর সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানের মতো শক্তিশালী দলগুলো। ফলে এদেরকে টপকে সেমিফাইনাল যাওয়া শান্ত-সাকিবদের জন্য কঠিন মনে করেন টাইগার সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিন ক্রিকইনফোর এক শোতে তামিম বলেন, ‘বাংলাদেশের জন্য কাজটা কঠিন হবে। অ্যান্টিগার উইকেট কেমন আচরণ করে তাও দেখার ব্যাপার। বাংলাদেশ আগে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে, পরে ভারত। কাজটা কঠিন হবে।’

তবে তামিমের ভাষ্যে ব্যাটাররা রানে ফিরলে নজর রাখার একটা দল হবে। তিনি বলেন, ‘যেভাবে টুর্নামেন্ট এগোচ্ছে আগে থেকে কিছুই বলা যাচ্ছে না।বাংলাদেশের বোলাররা ভালো করছে।  ব্যাটাররা ছন্দে ফিরলে বাংলাদেশ নজর রাখার মত একটি দল হবে।’

বোলারদের মধ্যে তরুণ পেসার তানজিদ সাকিবের ভূয়সী প্রশংসা করে তামিম বলেন, ‘তানজিদ দারুণ এক্সাইটিং। শান্ত বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছে। আমার মনে হয় তারা উইকেটে আরেকটু সময় কাটানো দরকার।’ -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস