বৃহস্পতিবার , ১৮ জুলাই ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বাড্ডা-রামপুরা: পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
admin
জুলাই ১৮, ২০২৪ ৯:২৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটতকম) চলমান কোটা সংস্কার আন্দোলনে বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে একজনের প্রাণ হানি হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক। জানা যায়, নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হোসেন সংবাদমাধ্যমকে নিহতের পরিচয় ও অন্যান্য তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “নিহতের বুকে একটি গোল ক্ষত চিহ্ন রয়েছে। তবে এটি বুলেটের ক্ষত কিনা তা এখনও নিশ্চিত নয়।”

 রুবেল হোসেন আরও বলেন, “আহত হয়ে হাসপাতালে প্রায় ১০০ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছেন।” -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - রাজনীতি