স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আবাসিক হলগুলোতে অভিযান চালানো হয়েছে। এতে বিভিন্ন হল থেকে বিপুল সংখ্যক দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা থেকে বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে আটটা পর্যন্ত শিক্ষক ও সাংবাদিকদের সহযোগিতায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা অভিযান পরিচালনা করেন। এতে বিপুল পরিমাণ লোহার পাইপ, রড, রাম দা, হকিস্টিক, চাকু, মদের বোতল, গাঁজা ও গাঁজা খাওয়ার সামগ্রীসহ দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
মঙ্গলবারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমানের উপস্থিতিতে চালানো অভিযানে তাজউদ্দীন আহমেদ হলের একটি ফ্লোর থেকে থেকে ১৪৩ টি বাঁশের লাঠি, ১৬ টি লোহার রড, ২২ টি লোহার পাইপ, ছয়টি সামুরাই, দুইটি লোহার চেইন, তিনটি খালি মদের বোতল ও মাদক সামগ্রী উদ্ধার হয়েছে। বুধবার ফের অভিযান চালালে ২০ টি রড, তিনটি করে স্ট্যাম্প, করাত, প্লাস্টিকের পাইপ ও বাঁশের লাঠি পাওয়া যায়।
বুধবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে চালানো অভিযানে নয়টি সামুরাই, ৫০ টি স্টিল পাইপ, ৪০ টা বাঁশের লাঠি, ৩৬ টা কাঠের লাঠি, ৭৭ টি রড ও প্লাস্টিকের পাইপ, দুইটি হেলমেট ও একটি মদের বোতল উদ্ধার করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ১৮ টি সামুরাই, ৩৪ টি স্টিলের পাইপ, ১৮ টি বাঁশের লাঠি, ১১৩ টি লোহার রড, ৩৭ টি এসএস পাইপ, ১৩ টি হকিস্টিক, ১৫ টি লাঠি, আটটি প্লাস্টিকের পাইপ, দুইটি হেস্কে ব্লেইট, একটি ডেগার এবং পাঁচটি মদের বোতল উদ্ধার করা হয়।
পরে শেখ রাসেল হল (নূর হোসেন) থেকে ৯৬ টি সামুরাই, ১৫৭ টি স্টিলের পাইপ, চারটি পেট্রোল বোমা, দুইটি হকিস্টিক, ২৫৭টি বাঁশের লাঠি, তিনটি মদের বোতল, ১৬টি হেলমেট, ৯২টি রড, ২৭টি স্ট্যাম্প, চারটি প্লাস্টিকের পাইপ, একটি মাদক সামগ্রী, একটি চেইন এবং চার বাক্স কনডম পাওয়া গেছে। অন্যদিকে শেখ রাসেল (এক্সটেনশন) হল থেকে ২৩ টি সামুরাই, পাঁচটি দা, ৪৮টি রড, ৪৫টি পাইপ, সাতটি হকিস্টিক, ২৭টি লাঠি, ১১ টি মদের বোতল, ২৩ টি হেলমেট ও একটি গাঁজার কুলকি পাওয়া গেছে।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রগুলো শিক্ষার্থী এবং শিক্ষক মিলে সাংবাদিকদের উপস্থিতিতে সেনাবাহিনীর হাতে তুলে দেন। এসব অস্ত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীদের বলে জানা গেছে।