রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্পের বক্তব্য বিব্রতকর: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
admin
নভেম্বর ৩, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিব্রতকর।

রোববার (৩ নভেম্বর) সকালে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সুন্নাহ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে যারা অন্যান্য ধর্মের আছেন তাদের সবার রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার স্বীকৃত। তাই বিভিন্ন জায়গা থেকে তাদের নিপীড়নের যে অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে দ্বিমত পোষণ করছি।

তিনি আরও বলেন, প্রতিবছরই কিছু সংখ্যক মানুষ হজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত না থেকেও সরকারি খরচে হজে যেতেন। এ বছর হজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্তের বাহিরে কোনো কর্মকর্তা-কর্মচারীকে সরকারি টাকায় হজে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।

দুই দিনব্যাপী আয়োজিত সুন্নাহ কনফারেন্সে সারাদেশ থেকে দুই শতাধিক নিবন্ধিত অংশগ্রহণকারী অংশ নিয়েছে। এতে কুরআন ও হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি