শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আগের দামেই ডিম-মুরগি, চালের বাজারে সুখবর নেই

প্রতিবেদক
admin
নভেম্বর ২২, ২০২৪ ৬:৫৫ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চড়া মূল্যের বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে ডিম ও ব্রয়লার মুরগি। চালের বাজারেও স্বস্তি নেই। মধ্যবিত্তদের খাবার তালিকায় থাকা আটাশ ও মিনিকেট চালের দাম আগের মতোই চড়া। শুক্রবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর বাজার ঘুরে নিত্যপণ্যের এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। যা গত দুই সপ্তাহ ধরে এই দামেই বিক্রি হচ্ছে। এর আগে ১৮০ টাকায়ও বিক্রি হয়েছে ব্রয়লারের ডিমের ডজন।

এদিকে ২০০ থেকে ২১০ টাকার মধ্যেই তিন সপ্তাহ ধরে ওঠানামা করছে ব্রয়লার মুরগির দাম। শুক্রবার সকালে শিয়া মসজিদ বাজারের দোকানগুলোতে দেখা যায়, ২১০ টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি করছেন দোকানিরা। তবে দাম লেখা থাকলেও দরদাম কমার সুযোগ আছে। সেক্ষেত্রে ২০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে প্রতিকেজি ব্রয়লার মুরগি। চড়ামূল্যের বাজারে চালের দামের চাপ কমছে না মধ্যবিত্তদের। শিয়া মসজিদ বাজারের প্রবীণ চাল বিক্রেতা নূর মোহাম্মদ জানান, পাইকারি বাজারের সঙ্গে কেজি প্রতি ২-৩ টাকা বাড়তি দামে খুচরায় চাল বিক্রি করেন তারা। এদিনের বাজার দর জানিয়ে তিনি বলেন, ‘মিনিকেট তিনটা আইটেম আছে ৬৫-৭০ টাকা কেজি। আটাশও তিনটা ক্যাটাগরি। ৫৮ থেকে ৬২ টাকা কেজি। এই দুইটার চাহিদা বেশি।’ এই বিক্রেতা বলেন, ‘নাজির চালের চাহিদা একটু কম। এটা ৭২ থেকে ৭৫ টাকা কেজি। কম দামের মধ্যে গুটি আছে ৫০ টাকা কেজি। এর চাইতে একটু ভালো আছে পাইজাম। ৫৫ থেকে ৫৭ টাকা ভালোটা।’ -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি