সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

মামলা না নিলে এক মিনিটে ওসিকে সাসপেন্ড: ডিএমপি কমিশনার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৫, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, যদি কোনো থানার ওসি কোনো ঘটনায় ভুক্তভোগীর মামলা না নেন, তাহলে তাকে এক মিনিটের মধ্যে সাসপেন্ড করা হবে। সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দফতরে অটোরিকশা, অটোভ্যান এবং ইজিবাইক চালকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন।

বৈঠকে চাঁদাবাজি সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, “রিকশা এবং ভ্যানে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। গরীবের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা এই টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো সদস্য চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কমিশনার চাঁদাবাজি বন্ধে একটি কমিটি গঠনের পরিকল্পনাও জানান। তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিদের সঙ্গে মিলে কমিটি গঠন করবে এবং এটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

এ সময় এক রিকশাচালক অভিযোগ করেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় গত রোববার এবং পূর্বে একাধিকবার মারধর করা হয়েছে। এ অভিযোগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রিকশাচালককে প্রশ্ন করেন, “আপনি মামলা কেন করেননি?” তিনি আরও বলেন, “মামলা নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে, ওই থানার ওসিকে এক মিনিটের মধ্যে সাসপেন্ড করা হবে।”

এর আগে, বেলা ১১টার দিকে, দুটি রিকশাচালক সংগঠন ডিএমপি সদর দফতরে কমিশনারের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে তারা অভিযোগ করেন, পেটের দায়ে অটোরিকশা চালকদের মূল সড়কে উঠতে বাধ্য হতে হয় এবং কিছু এলাকার গলি দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, ফলে তাদেরকে মূল সড়কে উঠতে হয়। -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি