শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

চট্টগ্রামে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৭, ২০২৪ ২:২২ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চট্টগ্রাম ইপিজেড এলাকার বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামে একটি কার্টুন কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার ৬টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Fire2

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দিতে আরও কয়েকটি ইউনিট অগ্নিকাণ্ডস্থলে যাচ্ছে।  ইপিজেড সূত্র জানায়, পাঁচতলা ওই ভবনের চতুর্থ তলায় কার্টন ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন লাগার পর কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তারা সবাই নিরাপদে বের হতে পেরেছেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস