মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে মাদক সহ মাদক ব্যবসায়ী ওয়ারেজ বিজিবির হাতে গ্রেপ্তার।দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ বর্ডার জিরো পয়েন্টে ২৯ ব্যাটালিয়ন অধীনস্থল বড়গ্রাম সীমান্ত থেকে ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ১০৪৬৬ পিস,ভারতীয় ফেন্সিডিল,২৫ বোতল,বিদেশী মদ-১০০ বোতল ডিসকভার মোটরসাইকেল-১টি,সেম্ফনি ১টি মোবাইল সহ ১ জনকে আটক করেছে বিজিবি। ৩১ শে জানুয়ারি ২০২৫ শুক্রবার সকালে আটর আইহাই এর মাঝামাঝি ভারত সীমান্তে বাংলাদেশ মুখি ১০০ গজ অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বর্ডার সীমান্ত থেকে একদল চোরাচালান কারবারি অবৈধ ভাবে ভারতের দিকে প্রবেশ করে,তাৎক্ষণিক বড়গ্রাম ক্যাম্পের বিজিবির টহল কমান্ডার হাবিলদার সেলিম এর নেতৃত্বে একটি টহল দল চোরাচালান প্রতিরোধে সীমান্ত (পিলার ৩১৩) এরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এবং এ অভিযানে সক্ষম হয়। উল্লেখিত আটোর গ্রামের মাঠের মধ্য জনৈক রবিউল ইসলাম এর পুকুর পাড়ের বট গাছের নিচ হতে ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ১০৪৬৬ পিস,ভারতীয় ফেন্সিডিল-২৫ বোতল,বিদেশী মদ,১০০ বোতল,ডিসকভার মোটরসাইকেল-১টি, সেম্ফনি ১টি মোবাইল ও টাকা সহ ওয়ারেজ উদ্দিন (৩৭) পিতা- আজাদ উদ্দিন,গ্রাম- ভাতখৈর,কে আটক করে। বিজিবি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে দিনাজপুর কোতয়ালী থানা একটি মামলা দায়ের করেন। মামলার পোলাতক আসামিরা হলেন মফিজুল ইসলাম,রেজাউল করিম রেজা,মামুন,আখতারুল,বাবু,পলাতক আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এবং জব্দকৃত মাদক মালামাল সহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়।