বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

‘হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা’

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেশটির সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

রফিকুল আলম বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য এই কাগজপত্র পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই পত্র পাঠানো হয়েছে।

তবে, এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এছাড়া, দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এদিকে, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সম্পর্কে কথা বলতে গিয়ে রফিকুল আলম বলেন, প্রতিবেদনটি যে কোনো মানুষের বিবেকে নাড়া দেবে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিবেশী ভারতও এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে।

সর্বশেষ - ক্যাম্পাস