রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

রামদা হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি, সেই যুবদল নেতা বহিষ্কার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ণ

গাজীপুরের শ্রীপুরের একটি বাজারে লাল গামছায় মুখমণ্ডল ঢেকে রাম দা হাতে প্রায় ৫০ জনের একটি দল নিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে মাইকে চাঁদা আদায়ের ঘোষণা দেওয়া যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারের ওই ঘটনায় তোলপাড় সৃষ্টি হলেও রাতেই এক বিজ্ঞপ্তিতে ওই নেতাকে বহিষ্কার করে যুবদল। জাহাঙ্গীর আলম পিন্টু শ্রীপুর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব। তিনি তেলিহাটির মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে।

শনিবার রাতে যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে শনিবার বিকেলে এমসি বাজারে হঠাৎ করে জাহাঙ্গীর আলম অর্ধশতাধিক লোকজন নিয়ে হাজির হন। সবার মাথায় লাল কাপড় ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। এসময় তারা বাজার থেকে প্রকাশ্যে চাঁদা নেওয়ার ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে শোনা যায়, জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান। এ সময় জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, প্রিয় দোকানদার ভাইয়েরা আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে, এমসি বাজারটাকে আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতার সুন্দরভাবে পরিচালনা করব। কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই। আজকে আমি লোকজন নিয়ে বাজারে এসেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক করতে এবং আপনাদেরকে সহযোগিতা করতে।

জাহাঙ্গীর বলেন, আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার এবং আপনাদের দয়া করে বলছি, এখন-এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠানো শুরু করবে। কেউ বাধা দেবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিলো কি না সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দেবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা উঠানো শুরু করবে। এ সময় তার আশপাশে শতাধিক যুবক লাল কাপড় পরে ছিল। হাতে লম্বা লম্বা রাম দা ও দেশীয় অস্ত্র ছিল। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ

পৌনে দুই কোটি টাকার সরকারী চাল ও বস্তা গুদাম কর্মকর্তার পেটে, ব্যবস্থা নিতে দুদকের দ্বারস্থ পুলিশ

দিনাজপুর রেলওয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে বৈধ দোকান উচ্ছেদের অভিযোগ

চার ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশের কম: ইসি সচিব

ঢাকা মহানগর পুলিশ : ৩ দিনে ১১শ হোটেল-রেস্তোরাঁয় অভিযান, আটক ৮৭২

ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশ ছেড়েছেন বেনজীর: ফখরুল

অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে হাজারো চাকমা ও রোহিঙ্গা

জয়-টিউলিপের সহায়তায় রূপপুর থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ হাসিনার

তিব্বতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার বাড়ি, নিহত বেড়ে ৫৩

হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ের মরদেহ উদ্ধার