মোঃ জাহিদ হোসেন (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর সদরের নিমনগর শেখপুরা এলাকায় এক ভয়াবহ ছুরিকাঘাত ও মারপিটের ঘটনায় ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২৮ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে মোবাইল ফোনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়। ঘটনায় আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মৃত ইদ্রিস আলীর পুত্র মোঃ আলাল (৪৯), ২। মোঃ আলাল এর পুত্র মোঃ আকাশ (২০),, ৩। মোঃ অন্তর এর স্ত্রী মোছাঃ মেরিনা আক্তার মিরা (পিয়া) (২৬), (দুগ্ধপোষ্য শিশু তানভীর, বয়ষ ০১ বছর) ৪। মোঃ আলাল এর স্ত্রী মোছাঃ পারুল (৪৫),, ৫। মৃত নওশাদ এর স্ত্রী মোছাঃ আমিনা (৫০), সর্ব সাং-নিমনগর শেখপুরা, লাইনপাড় পৌর ০৯নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর। এ ঘটনায় পলাতক আসামি মোঃ অন্তরকে খুঁজছে পুলিশ।
বাদীর ভাগিনা মোঃ জীবন (২৬) ও তার পরিবারের বিরুদ্ধে আসামিরা হামলা চালায়। জানা যায়, আসামিরা দলবেঁধে ধারালো চাকু, কুড়াল, লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে জীবনের ভাড়াবাড়িতে ঢুকে তাকে ও তার পরিবারকে মারপিট করে। ৬নং আসামি মোঃ অন্তর জীবনের পিঠে চাকু দিয়ে একাধিকবার কোপ মারে। এ সময় মোঃ আলাল কুড়াল দিয়ে তার ঘাড়ে আঘাত করে। এছাড়া মোঃ আকাশ লোহার পাইপ দিয়ে, মোছাঃ মেরিনা ব্লেড দিয়ে এবং অন্যান্য আসামিরা লাঠি ও ঘুষি দিয়ে হামলা চালায়। আহত জীবন, তার মা, বোন ও ছেলে মুন্নাকে স্থানীয়রা উদ্ধার করে এবং আসামিদের আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেফতার করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতয়ালী থানার এসআই মোঃ মনিরুজ্জামান লিখন দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে একটি কুড়াল ও চাকু জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে হত্যার চেষ্টা, শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান থাকায় আসামিদের জেল হাজতে রাখার অনুরোধ করা হয়েছে আদালতে। আসামি মোছাঃ মেরিনা আক্তার মিরার সঙ্গে তার ১ বছরের দুগ্ধপোষ্য শিশুকেও হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য আসামিরাও গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের জামিন না দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।